ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত (বাংলা, আরবিতে) ঈদুল ফিতর & ঈদুল আযহা

প্রত্যেক মুসলমানদের ঈদের নামাজ পড়ার ওয়াজিব। সুতরাং আমরা সবাই মিলে ঈদের নামাজ প্রতিবছর পড়ে থাকি। তাই অনেকেরই ঈদের নামাজ পড়ার নিয়ম এবং নিয়তের প্রয়োজন হয়।

সুতরাং আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামাজ পড়ার সঠিক নিয়ম এবং নিয়ত দিয়ে দিয়েছি। তাই আমাদের এখান থেকে আপনি এই নামাজ পড়ার নিয়ত দেখে নিতে পারেন।

যেহেতু আমরা ঈদের নামাজ এক বছর পর পরে থাকি। তাই অনেকেই এই নামাজ পড়ার নিয়ম ভুলে যাই। সুতরাং আপনারা আমাদের এখান থেকে আপনাদের নামাজ পড়ার সঠিক নিয়ম দেখে নিতে পারবেন।

ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

আমরা জানি প্রতিটি নামাজ পড়ার কিছু নিয়ম এবং নির্দেশনা থাকে। সেই নির্দেশনা অনুসরণ করে আমাদের নামাজ আদায় করতে হয়। সেই অনুযায়ী ঈদের নামাজ পড়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আমাদের পালন করতে হয়।

সুতরাং যে সকল মুসলিম ভাই ও বোনেরা ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত খুঁজছে, তারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত দেখে নিতে পারবে। আমাদের এখানে দুটি ঈদের নামাজ পড়ার নিয়ম দেয়া হয়েছে।

আমরা সবাই জানি যে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। যেহেতু অনেক দিন পর আমরা ঈদের নামাজ আদায় করে থাকি, তাই অনেক সময়ই আমরা এই নামাজ পড়ার নিয়ম ভুলে যাই।

নারীদের ঈদের নামাজ পড়ার নিয়ম

আপনাদের সুবিধার্থে আমাদের এখানে আজকে নারীদের ঈদের নামাজ পড়ার নিয়ম বলা হয়েছে। সুতরাং আমাদের এখান থেকে আপনি এই নিয়ম দেখে আপনারা ঈদের নামাজ আদায় করতে পারেন।

Eid Namaz er Niyat

যেহেতু অনেকেই নারীদের ঈদের নামাজ পড়ার নিয়ম খুঁজছে, তাই আপনাদের জন্য আমাদের এখানে ঈদের নামাজ পড়ার নিয়ম এবং নির্দেশনা দেয়া হয়েছে।

সুতরাং নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে, আপনি ঈদের নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন ইনশাল্লাহ।

রোজার ঈদের (ঈদুল ফিতর) নামাজের নিয়ম

অনেক মুসলিম এবং ধর্মপ্রাণ ভাই ও বোনেরা রোজার ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম খুঁজছে। তাদের সুবিধার্থে আজকে আমাদের ওয়েবসাইটে ঈদুল ফিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম প্রকাশ করা হয়েছে।

ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

রোজার নামাজ আদায় করা প্রতিটি মুসলিম ভাই ও বোনদের জন্য ওয়াজিব। তাই আমাদের প্রতিটি মানুষেরই উচিত ঈদের এই ওয়াজিব নামাজ আদায় করা, অবশ্য এই নামাজ আদায় করার জন্য আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। আমাদের এখানে এই নিয়ম গুলো প্রকাশ করা হয়েছে।

(ঈদুল আযহা) কুরবানী ঈদের নামাজের নিয়ম

অনেকেই কুরবানী ঈদের নামাজ পড়ার নিয়ম অর্থাৎ ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ত ভুলে গেছি। তাই আপনারা অনেকেই এই নামাজ পড়ার সঠিক নিয়ম খুঁজে থাকেন, তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখানে ঈদুল আযহার নামাজ পড়ার সঠিক নিয়ম প্রকাশ করা হয়েছে।

Eid ul Fitr Namaz er Niyat

তাই আমাদের এখান থেকে আপনি আরবী, বাংলা এবং হিন্দি তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার সঠিক নিয়ম দেখে নিতে পারবেন। সুতরাং দেরি না করে নিচে থেকে এখনই আপনাদের নামাজ পড়ার নিয়ম দেখে নিন।

ঈদের নামাজ পড়ার নিয়ম

ঈদের নামাযের বাংলা নিয়ত: প্রথমতঃ এভাবে নিয়ত করবে যে, আমি ঈদুল ফিতর বা ঈদুল আযহার দু’রাকাত ওয়াজিব নামায ছয় তাকবিরের সাহিত এই ইমামের পিছনে কিবলামুখি হয়ে আদায় করছি “আল্লাহু আকবার”।

Eid ul Adha Namaz er Niyat

প্রথম রাকাত: তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে (ছেড়ে না দিয়ে) ছানা পড়বে। এরপর দু’হাত কান পর্যন্ত তুলে ‘আল্লাহু আকবার’ বলে হাত ছেড়ে দেবে। তারপর আবার দু’হাত কান পর্যন্ত তুলে ‘আল্লাহু আকবার’ বলে হাত ছেড়ে দেবে। তারপর তৃতীয়বার দু’হাত কান পর্যন্ত তুলে ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে নেবে। অতিরিক্ত এই তিনটি তাকবিরের মাঝে তিন তাসবিহ তথা তিনবার ‘সুবহানাল্লাহ’ বলা যায় এই পরিমান সময় অপেক্ষা করা মুস্তাহাব। জামাত অধিক বড় হলে আরো অধিক সময় বিলম্ব করা যেতে পারে। তারপর ইমাম সাহেব ‘আউযুবিল্লাহ’ ‘বিসমিল্লাহ’ ‘সূরা ফাতিহা’ ও অন্য একটি সূরা পড়ে রুকু করবেন।

নারীদের ঈদের নামাজ পড়ার নিয়ম

দ্বিতীয় রাকাত: এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহসহ ইমাম সাহেব কিরাত পড়বেন “আলহামদু ও অন্য একটি সুরা পড়বে । কিরাত শেষ করে এরপর ৩ বার কান পর্যন্ত হাত উঠিয়ে ‘আল্লাহু আকবার’ বলে হাত ছেড়ে দেবেন। তারপর হাত না উঠিয়ে চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন (ঈদের নামাযে রুকুর এই তাকবির ওয়াজিব) এই ভাবে ঈদের নামায পড়তে হবে।

টীকা: তারপর ইমাম সাহেব সরাসরি মিম্বারে না বসে দাঁড়িয়ে খুতবা পাঠ শুরু করবেন। পরপর দুই খুতবা পাঠ করবেন এবং মাঝখানে তিন আয়াত পড়া যায় এতটুকু সময় পরিমান বসবেন, এই বসা সুন্নাত। (সুত্র: দুররে মুখতার ১/৭৭৯ পৃষ্ঠা)

Eid ul Fitr & Eid ul Adha Namaz er Niyat

https://youtu.be/JqVv_97Af_o

Stay active and updated with the AllEducationResult.Com family to get all the information about Education and Job. Like our Facebook page to get all the updates and join our Facebook group.