নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ (উদ্যোক্তা, এজেন্ট, মোবাইল ব্যাংকিং একাউন্ট)

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ব্যাবস্থা হচ্ছে নগদ, অন্যান্য মোবাইল ব্যাংকিং এর থেকে নগদ এর লেনদেন করা অনেক সহজ এবং এর ক্যাশ আউট চার্জ অনেক কম। তাই দেখা যাচ্ছে অনেকে নগদ একাউন্ট ব্যাবহারে আগ্রহী হচ্ছে। এখন আপনি সহজেই নগদ এর একাউন্ট খুলতে পারবেন কাগজপত্রের কোন ধরনের ঝামেলা ছাড়াই।

কিছুদিন আগে নগদ ঘোষণা করেছে বাংলাদেশের প্রতিটি মোবাইলে নগদ চালু করে দিয়েছে। বর্তমানে মোবাইল ব্যাংকের মাধ্যমে এক সেকেন্ড এর মাধ্যমে টাকা পাঠানো যায় যেমন আপনি চাইলে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানোর সহ যে কোন ধরনের কঠিন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছেন কয়েক মিনিটেই।

আজকে আমরা হাজির হয়েছি নগদ সম্পর্কিত সব ধরনের তথ্য নিয়ে।   আপনারা আমদের আর্টিকেল টি  মন দিয়ে পড়ূন আর দেখে নিন আপনি কিভাবে আপনার  নগদ একাউন্ট খুলে নিতে পারেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

এখন আপনি সহজেই নগদ এর একাউন্ট খুলতে পারবেন কাগজপত্রের কোন ধরনের ঝামেলা ছাড়াই। কিছুদিন আগে নগদ ঘোষণা করেছে বাংলাদেশের প্রতিটি মোবাইলে নগদ চালু করে দিয়েছে।

শুধুমাত্র পিন সেট করার মাধ্যমে আপনি নগদ একাউন্ট চালু করতে পারেন।

নগদ একাউন্ট সেটিং করতে  *167# ডায়াল করুন।

আপনার পিন কোড দিন (চার সংখ্যার পিন)।

পিন কোডটি পুনরায় প্রবেশ করুন। এভাবেই আপনার নগদ একাউন্ট ওপেন হয়ে যাবে।

এজেন্ট এর কাছে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

যারা এজেন্ট এর কাছ থেকে নগদ একাউন্ট খোলতে চান তারা আইডি কার্ডের ফটোকপি, আপনার দুই কপি ছবি এবং সিমকার্ড নিয়ে এজেন্ট এর কাছে চলে যান এবং খুলে ফেলুন নগদ একাউন্ট। যারা স্মার্ট ফোন ব্যাবহার করেন তারা খুব  কম সহজে একাউন্ট খুলে নিতে পারেন

নগদ অ্যাপসটির মধ্যে প্রবেশ করলে রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করুন এবং আপনার মোবাইল নাম্বারটি  দিয়ে পরবর্তী ধাপে যান। এই ধাপে আপনার ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি তুলে সাবমিট করুন সবকিছু ঠিক থাকলে আপনার সকল ইনফরমেশন দেখাবে নগদ তখন নেক্সট এর মধ্যে ক্লিক করে পরের ধাপে চলে যান।

 এই ধাপে কিছু তথ্য জানতে চাওয়া হবে আপনার কাছ থেকে এগুলো ঠিক মার্ক করে দিন।

 এই ধাপে আপনার ছবি  তুলতে হবে। এরপর নেক্সট বাটনে  ক্লিক করতে হবে।

 এই ধাপে নগদের কন্ডিশন গুলো দেওয়া হবে এগুলো পরে নিতে পারেন

নিচে আপনার সিগনেচার দেওয়ার জন্য একটি সাদা কাগজ এর মত দেওয়া হবে আঙুল দিয়ে সিগনেচার করে নেক্সট বাটনে ক্লিক করুন।

সকল তথ্য দেখানো হবে ঠিক থাকলে নেক্সট এ ক্লিক  করুন এখন আপনার মোবাইল এর মধ্যে কনফার্ম মেসেজ চলে আসবে এবং কোড পাঠানো হবে দিয়ে দিলে একাউন্ট সক্রিয়  হয়ে যাবে।

নগদ একাউন্ট খোলার অ্যাপস

অথবা আপনাকে গুগলের প্লে স্টোরে গিয়ে নগদ এর অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে  তারপর সেই সফটওয়্যার আপনার ফোনে ইন্সটল করে নিতে হবে তারপর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার নগদ এর একাউন্ট অ্যাপস এর মাধ্যমে খুলে নিতে পারবেন।

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ। টিভিতে দেখানো বিজ্ঞাপনের কল্যাণে এ বিষয়টি সবার জানা থাকার কথা।  নগদ বাংলাদেশ সরকারের ডিজিটাল আর্থিক সেবা। 2018 সালের নভেম্বর মাসের যাত্রা  হয় সে সেবাটির। নগদ একাউন্ট ব্যবহার করার মাধ্যমে অন্যান্য মোবাইল ব্যাংকিং এর থেকেও খুব কম টাকায় ক্যাশ আউট করা যায়

প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।

জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন

একটি সেলফি তুলে একাউন্টে যুক্ত করুন

আপনার স্বাক্ষর  প্রদান করুন

নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

আমাদের কাছে আমাদের অনেক নগদ গ্রাহকবৃন্দ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সেই সম্পর্কে জানতে চাচ্ছেন । এজন্য আমরা আপনাদের মাঝে আজকে এই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা আপনাদের মাঝে শেয়ার করবো নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।

যারা  নগদ এজেন্ট একাউন্ট খুলতে চান তাদের জন্য এটি খুব দরকারী আর সেজন্যই আমরা এই পোস্টে জানাবো। আমাদের এই পোস্টটি আপনাদের কাজে লাগবে। নগদ যে কোন একটি মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট হতে হলে আপনার অবশ্যই একটি ব্যবসা থাকতে হবে।

সেটা টেলিকম দোকান হতে পারে বা অন্য যে কোন ব্যবসা। যদি আপনি মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা করতে আগ্রহী হন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকে তবে আপনি একটি এজেন্ট খুব সহজেই নিতে পারেন।

  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নতুন  ট্রেড লাইসেন্স থাকতে হবে। অবশ্যই সেটা  করা থাকতে হবে।

  • ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যে নামে তার ছবি এবং আইডি কার্ডের ফটোকপি।

  • একটি মোবাইল নাম্বার যাতে কোন নগদ একাউন্ট খোলা নেই।

বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবেন অনেকের আইডি কার্ড না থাকায় নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র করতে পারেন না। ঘরের কোন সদস্য বা আত্মীয়ের নামে করেন তাতে কোন সমস্যা নেই। আপনি প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করবেন।  তবে, প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজের নামে না হলেও আপনার বাবা বা মায়ের নাম ইউজ করতে পারেন ।

নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

সময় এবং সহজলভ্য তার কথা চিন্তা করে না গ্রাহকের জন্য নিয়ে এসেছে। দেশের যে কোন মোবাইল নাম্বার থেকে *১৬৭# নাম্বারে ডায়াল করে খুব সহজে নগদ একাউন্ট খোলার অভিনব পদ্ধতি আপনারা জানেন। বর্তমান মোবাইল ব্যাংকিংয়ের বড় জায়গা দখল করে আছে নগদ মোবাইল ব্যাংকিং নগদ একাউন্ট খোলা যায়।

এখন খুবই সহজ মাত্র কয়েক ক্লিকে খোলা যায় ডাক বিভাগের নগদ একাউন্ট কথা না বাড়িয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম কারণ গুলো দেখে নিন

মোট তিনটি পদ্ধতিতে নগদ একাউন্ট খুলতে পারবেন।

  • *167# ডায়াল করে

  • নগদ অ্যাপের মাধ্যমে

  • এজেন্টের মাধ্যমে

ডাক বিভাগের নগদ একাউন্ট খোলার নিয়ম

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ডাক বিভাগের নগদ একাউন্ট খোলার নিয়ম  প্রায় একই আপনি তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ডাক বিভাগের নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আজকে আমরা এ সম্পর্কে বিশদ আলোচনা করবো আশা করি আপনাদের জন্য এই আর্টিকেলটি খুবই ভালো লাগবে

প্রথমে আপনাকে *167# ডায়াল করতে  হবে।  তারপর আপনার চার ডিজিটের পিন সেটআপ করে নিতে হবে এছাড়া নগদ অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজে নগদ একাউন্ট তৈরী করে নিতে পারবেন। এছাড়া আপনি এজেন্টের মাধ্যমে ও নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে কাগজপত্র নিয়ে নগদ এর যেকোন এজেন্ট এর কাছে যেতে হবে।

আরো দেখুন

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

Stay active and updated with the AllEducationResult.Com family to get all the information about Education and Job. Like our Facebook page to get all the updates and join our Facebook group.