Uncategorized

(Published) ফিতরা কত টাকা ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন [ফিতরা কত করে]

আপনারা জানেন যে, পবিত্র মাস মাহে রমজান। এ রমজান মাসে প্রত্যেক ব্যক্তির ফিতরা আদায় করতে হয়। প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরা নির্ধারণ করে দিয়ে থাকে। ফিতরা সাধারণত খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হয়

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সমান অনুষ্ঠিত হয়। এই সভা অনুযায়ী এবারের ফিতরা টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা গম ও আটার ক্ষেত্রে এক কেজি ৬৫০ গ্রাম প্রতি জন।

এর পরবর্তীতে ৩৯৬ টাকা যার পরিমাণ জব তিন কেজি ৩০০ গ্রাম। কিসমিস তিন কেজি ৩০০ গ্রাম। এর ফিতরা মূল্য এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা। খেজুর ৩ কেজি ৩০০ গ্রাম এর ফিতরা মূল্য ১৯৮০ টাকা। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনা শুরু করা যাক।

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমান সময় ২০২৩ সালের ফিতরা টাকা কত নির্ধারণ করা হলো। 1144 হিজরী সনের সদকাতুল ফিতর হার জনপ্রতি 2640 টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা।

রবিবার ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি

এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রতি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত ইসলামী শরীয়া মতে আটা, যব, কিসমিস, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলো যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়।

এর মাধ্যমে আমি আপনাদের সামনে কত টাকা নির্ধারণ করা হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত

প্রতি কত টাকা ফিতরা দেওয়া হবে। সে বিষয়ে নির্ধারণ করে দেয়। ২০২৩ সালে ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে অনুযায়ী সর্বনিম্ন ১১৫ টাকা থেকে সর্বোচ্চ ২৬৪০ টাকা পর্যন্ত ফিতরা দিতে হবে।

১৪৪৪ হিজরির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারিত করে দিয়েছে। নিচে টেবিল আকারে ফিতরার টাকা তুলে ধরেছি এছাড়াও এখান থেকে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফিতরা কাদের দিবেন। কোন শ্রেণীর মানুষ ফিতরা পাবে ফিতরা টাকা বা খাদ্য সামগ্রী গরিব দুস্থ অসহায় অভাবগ্রস্ত ব্যক্তির ফিতরা প্রদান করতে হবে। বেতনভুক্ত কাজের ব্যক্তির ক্ষেত্রে ফিতরা প্রদান করা

ফিতরা কত টাকা ২০২৩

মালিকের উপর আবশ্যক নয়। তবে মালিক ইচ্ছা করলে কাজের লোককে ফিতরা প্রদান করতে পারে। আশা করি বন্ধুরা বলেছেন। ২০২৩ সালের ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করবো।

ফিতরা হিসেবে কি দিতে হবে. হাদিসের বর্ণনা অনুযায়ী দুই পরিমাপের পাঁচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়। আর তা হলো গম, জব, কিসমিস, খেজুর, পনির এসব। এ গুলোর মধ্যে গমের পরিমাণ হলো অর্ধ

এবং আর বাকিগুলো পরিমাপ হচ্ছে যার সামর্থ্য অনুযায়ী যে কোন একটি দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। সব থেকে উত্তম হলো সর্বোচ্চ মূল্যের খেজুর বা চাল আদায় করা। ধনী-দরিদ্র ধনীদের সর্বোচ্চ এবং সাধারণ মানুষের

মধ্যে মাঝামাঝি মূল্য আদায় করার। শ্রেয় ইনসাফ হল যারা যে চালের ভাত খান বা যারা যে খেজুর ইফতার করেন। তারা সে সমপরিমানের বা সের সমতলের আদায় করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের আর্টিকেল।

Back to top button