বর্তমান বিশ্বের এমন কোনও দেশ নেই প্রযুক্তি নির্ভর নয়। কমবেশি সবাই প্রযুক্তির সাথে পরিচিত এবং অনলাইনের সাথে পরিচিত। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। ঠিক তেমনই মোঃ ইমরান আহমেদ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন।
১৯৯৯ সালের ১৫মে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট টেলিকমিউনিকেশন বিভাগে পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি অনলাইনে বিভিন্ন মাধ্যম হতে প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করতেন। এবং এই অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতেন। এবং একসময় তিনি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ শুরু করেন। এবং পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সেক্টরের নিজেকে একজন প্রফেশনাল হিসেবে গড়ে তোলেন।
বর্তমানে তার আইটেক অনলাইন সলিউশন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে তিনি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মোঃ ইমরান আহমেদ এর হাত ধরে অনেক বেকারত্বের অবসান ঘটেছে। অনেকেই ডিজিটাল মার্কেটিং এ হয়ে উঠেছেন স্বাবলম্বী।
মোঃ ইমরান আহমেদ একজন সফল ডিজিটাল মার্কেটার ও উদ্যোক্তা
মোঃ ইমরান আহমেদ জানান বর্তমানে সারা বিশ্বেই কমবেশি ডিজিটাল মার্কেটিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের আইসিটি সেক্টরে আশাতীত উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে।
যারা বেকার বসে আছে তারা ইচ্ছে করলে ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টরে কোর্স করে নিজেকে বেকারত্ব দূর করতে পারে এবং একজন স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক এ বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরো জানান, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তার প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে তরুণদের সহায়তা করে যাচ্ছে। এবং বাংলাদেশের যারা সিনিয়র পারসন আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তাদের বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে।
তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল মার্কেটীং সম্পরকিত তথ্য শেয়ার করে থাকেন ।
তার ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/mdimranahmedofficial/
ওয়েবসাইট: https://mdimranahmed.com/