Every student, especially those from a science background, must agree with me. They would agree that physics comes as one of the most problematic tests of their lives.
Examination for SSC students regarding Physics is required in 2024. There was no chance of refusing to breathe when finding out the real thing.
Rather, a unique piece of advice can help the student take part in the SSC Physics exam on Monday. There are two days until the SSC Physics Exam goes to the test center.
Table of Contents
SSC Physics Suggestion 2024
This line means that students still have a huge opportunity on their part to prepare. Because no student is prepared to perform in the exam room without being prepared.
Similarly, well-prepared students can perform great on the test script without hesitation. Carefully knowing all lessons is subject to good SSC exam.
However, students who have read the textbook but fail to control it will not do well. They will see in the test that all the questions are common to them.
SSC Suggestion 2024 Higher Math (উচ্চতর গণিত)
SSC Physics Question 2024
They are aware of all the issues. Yet, they will not answer every question well. Rather, they will be reluctant to take the exam because they will be able to answer better questions. They will be raised first and foremost while sitting in their SSC Physics Exam 2024.
SSC Result 2024 will maybe publish in May 2024. You will get all board SSC result 2024 from our website. alleducationresult.com is the best educational news portal for all education board Bangladesh.
you will get not only SSC Routine 2024 but also SSC Result 2024, HSC Result 2024, PSC Result, JSC Result. If you have any question about SSC Routine 2024 Exam Bangladesh Education Board then you can comment below or message us through our Facebook page. We will reply as soon as possible.
SSC Suggestion 2024
By the way, if you have any question about the SSC exam routine or SSC result for all education board, please feel free to ask any question through
the comment box or message our Facebook page. SSC exam final suggestion 2024 will be served here. So you will get a subject wise suggestion for SSC exam.
SSC Suggestion 2024 Physics (পদার্থ বিজ্ঞান)
অধ্যায় – তৃতীয় (গতি)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. ফারুক 4kg ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে গনিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হল 1.5N। বাক্সটিকে টেনে নেওয়ার ত্বরণ হল 0.8m। এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো।
গ. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় কর।[Ans: 4.7N]
ঘ.ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক যুক্তি দাও।[Ans: ঘর্ষণবিহীন- 1.175 m,ঘর্ষণযুক্ত- 0.8
২. 20kg ও 30kg ভরের দুটি বস্তুকে আনুভূমিকভাবে একটি রশি দিয়ে। বেঁধে 250N বল প্রয়োগ করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
গ. কত তৃরণে বস্তু দুটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে? [Ans: 5 m]
ঘ. কোন ভরের উপর বল প্রয়োগ করলে রশিতে বেশি টান অনুভূত হবে? গাণিতিক যুক্তি দাও। [Ans: 20kg, 150N]
৩. ডিমসহ একটি ট্রাকের ওজন 1.5xN । ট্রাকটি 72kmবেগে চলছিল। পথিমধ্যে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দৰ্ঘটনা জনিত দেখে চালক ট্রাকটিকে রাস্তার পাশের একটি খড়ের গাদার উপর উঠে দেয়। ট্রাকটি 10s এ থেমে যায়। এতে সালাম বড় দুর্ঘটনা হতে রক্ষা পায়। সংর্ঘষে সালাম আহত হলেও অধিকাংশ ডিম অক্ষত থাকে।
গ. ট্রাকের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় কর। [Ans: 3.06 xN]
ঘ.চালক ট্রাকটিকে নরম খড়ের গাদার উপর উঠিয়ে দেওয়ায় সালাম বড় । দুর্ঘটনা হতে রক্ষা পায়’- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর
৪. 1000kg ভরের একটি গাড়ি 10ms বেগে চলছিল। চলন্ত অবস্থায়। 800kg ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুটি। মিলিত হয়ে 100m অতিক্রম করে থেকে গেল।
গ. সংঘর্ষের পর গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় কর। [Ans: 5.55m]
ঘ. চলমান গাড়িটির উপর স্থির গাড়িটির বাধাদানকারী বলের মান নির্ণয় কর।।
[Ans: 154.01N]
৫. একটি বন্দুক হতে 50gm ভরের গুলির ওপর 5N বল 0.5sec ধরে ক্রিয়া করায় গুলিটি একটি কাঠের তক্তার মধ্যে প্রবেশ শুরু করে। কাঠের গুড়ির পুরুত্ব 2m এবং বাধাদানকারী বল 20N।
গ. গতিশীল তক্তা আঘাত করার সময় গুলির বেগ নির্ণয় কর।
[Ans: 50m]
ঘ.শুলিটি কাঠের গুঁড়িকে ভেদ করবে কিনা- গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
[Ans: 3.125m, ভেদ করবে।
৬. 900kg ভরের একটি গাড়ি 20ms’ বেগে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হঠাৎ গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 1500kg ভরের একটা ট্রাকের সাথে ধাক্কা খেল। মিলিত গাড়ি দুটি একই পথে চলতে থাকল।
গ. উদ্দীপকে উল্লেখিত মিলিত গাড়ি দুটির বেগ কত নির্ণয় কর।
[Ans:7.5ms ]
ঘ. ‘সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় নি’- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর।
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
গ. কত সময় পর বস্তু দুইটি মিলিত হবে ? [Ans: 40s]
ঘ. একই দিকে চলমান বস্তুর মিলিত বেগ বস্তুর দুটির পরস্পরের দিকে মিলিত বেগ অপেক্ষা বেশি। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
৮. 200kg ভরের একটি স্থিরভাবে ভাসমান নৌকার দুই বিপরীত প্রান্তে। কাইয়ুম ও মাসনুন দাঁড়িয়ে আছে। তাদের দু’জনের ভর যথাক্রমে 55kg ও 35kg। হঠাৎ মাসনুন নৌকা থেকে 2ms’ বেগে লাফ দেয়। এতে নৌকাটা কিছুটা পেছন দিকে সরে যায়।”
গ. উদ্দীপক অনুসারে নৌকার পশ্চাৎ বেগ নির্ণয় কর। [Ans: 0.273m]
ঘ. যদি কাইয়ুম ও মাসনুন একসাথে 3m বেগে অনুভূমিক সাপেক্ষে নৌকা হতে পরপর বিপরীত দিকে লাফ দেয়, তবে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
অধ্যায় – চতুর্থ (কাজ, ক্ষমতা, শক্তি)
গুরুত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১। 40kg ভরের একটি বালক এবং 60kg ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌছালেন। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30m/min।
(গ) যুবকের গতিশক্তি নির্ণয় কর। [ Ans: 7.5J ]
(ঘ) ছাদের উঠার সময় দুইজনের ক্ষমতা সমান ছিল কি- না? গাণিতিক যুক্তিসহ যাচাই কর। [বালক-196W, যুবক- 294W ]
২। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্রে, ভূ-পৃষ্ট হতে নির্দিষ্ট ভরের একটি বস্তু 30m উচ্চতায় দেখানো হয়েছে। বস্তুটি কোন একসময় মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়।
(গ) চিত্রের উচ্চতায় বস্তুটির বিভব শক্তি হিসাব কর। [ Ans: 588J ]
( ঘ) বস্তুটি যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন ভূ-পৃষ্ট স্পর্শ করার পূবমুহূতে গতিশক্তি এবং যে উচ্চতায় বস্তুটি ছিল তার বিভব শক্তির তুলনা কর। [Ans: == 588J ]
৩। হিমেলের ভর 30kg আর ইমেলের ভর 20kg। একটি দৌড় প্রতিযোগিতায় হিমেল 5m এবং ইমেল 6mবেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কৃত কাজই তাদের গতিশক্তি।
(গ) দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল নির্ণয় কর। [ Ans: ইমেল-360J, হিমেল- 375J ]
(ঘ) যদি হিমেল এবং ইমেলের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃ্ত বেশি হতো – ব্যাখ্যা কর। [ Ans: ইমেল হিমেল ]
৪। এক ব্যক্তি 20m উঁচু ট্যাংককে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে চান। তিনি এর জন্য উপযুক্ত একটি পাম্প কিনতে দোকানে গেলেন এবং দেখলেন দোকানে 1HP, 2HP, 4HP, 5HP এবং 7HP এর পাম্প আছে।
(গ) ট্যাংকটিকে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে কত ক্ষমতার প্রয়োজন? 1 লিটার পানির ভর 1kg।[ Ans: 3266.67 W]
(ঘ) যদি দোকানের প্রত্যেক পাম্পের কর্মদক্ষতা 90% হয় তবে ঐ ব্যক্তিকে কত HP এর পাম্প কিনতে হবে ? [ Ans: 5 HP ]
৫। 100m গভীর এবং 4m ব্যাসের একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000kg পানি উত্তোলন করা হয়। এ সময় ইঞ্জিনটির 20% ক্ষমতা নষ্ট হয়।
(গ) ইঞ্জিনের অশ্বক্ষমতা/ পদত্ত ক্ষমতা hp এককে নির্ণয় কর।
[ Ans: 27.37hp ]
(ঘ) পানিপূর্ণ কূপটি পানি শূন্য করতে ইঞ্জিনটির কত সময় লাগবে? [ Ans: 37.7 s ]
অথবা,(ঘ) একই প্রদত্ত ক্ষমতার কিন্তু 90% কর্মদক্ষতা বিশিষ্ট একটি ইঞ্জিনের সমপরিমাণ কুয়া থেকে উঠাতে কত সময় লাগবে? [ Ans: 53.33s ]
৬। বকুল 0.1kg ভরের একটি ঢিল 10m উপর থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর মুকুল ঐ ঢিলটিকে উপরে ছুঁড়ে দিল বকুলের কাছে। বকুলের কাছে পৌছেয়ে ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং বকুল ঢিলটিকে ধরে ফেললো।
(গ) ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা কতটুকু কাজ সম্পন্ন হয়েছে ? [ Ans: 9.8 J ]
(ঘ) “ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে , মুকুলকে ঢিলটি বকুলের কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়েছে”। এই কথাটির সত্যতা যাচাই কর।
৭। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
40kg ভরের একটি বালক 20cm উঁচু 20 টি সিঁড়ি 6s এ উঠতে পারে।
(গ) বালকটির ক্ষমতা নির্ণয় কর। [ Ans: 261.3 W ]
(ঘ) বালকটি 20kg ভরের একটি ব্যাগ তার পিঠে নিয়ে সিঁড়ির উপরে উঠতে যে সময় লাগে তা পূর্বের সময়ের অর্থাৎ 6s এর সমান হবে কি? বিশ্লেষক কর। [ Ans: না, 9s লাগবে ]
৮। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) স্প্রিংটিকে সংকোচন করতে কি পরিমাণ কাজ করা হলো?
[ Ans: 20 J ]
(ঘ) স্প্রিংটিকে এবার মুক্তভাবে প্রসারিত হতে দিলে বলের সর্বোচ্চ বেগ কত হবে? [ Ans: 28.28 ]
পদার্থ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসম্ভার
পঞ্চম অধ্যায় ( সৃজনশীল )
১. 2m লম্বা একটি তার নেয়া হলো। তারটি ঝুলিয়ে এর নিচের প্রান্তে। 20N বল প্রয়োগ করা হলো। এতে তারটি 2xm বৃদ্ধি পেল। তারটির
প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ছিল 1m। তারটির উপর প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল।
পদার্থ | Y (N) |
লোহা | 1.9x |
তামা | 1.2x |
ইস্পাত | 2x |
অ্যালুমিনিয়াম | 7.5x |
[ এক্ষেত্রে Y হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক গুনাঙ্ক ]
গ. তারটির বিকৃতির মান নির্ণয় কর। [Ans: 1x]
ঘ উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপক ও নির্ণয় করে দেখাও যে, তারটি কিসের তৈরি । [Ans: ইস্পাতের তৈরি ]
২. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. বস্তুটির ঘনত্ব নির্ণয় কর। [ Ans: 3 kg ]
ঘ. তাহলে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা কর
৩. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. C বিন্দুতে বায়ুচাপ নির্ণয় কর। [ Ans: 16.88cm.Hg ]
ঘ. লেখচিত্র ব্যবহার করে কিভাবে আবহাওয়া পরিমাপ করা সম্ভব বিশ্লেষণ কর।
৪. একটি আয়তাকার ব্লগকে কানায় কানায় পানিভর্তি বিকালে ডুবানো হল এতে বিকাল হতে কিছু পানি উপরে পড়ে গেলো। উল্লেখ্য আয়তাকার ব্লকের আয়তন 1.8 ।
গ. আয়তাকার ব্লকটির উপর প্লবতার মান নির্ণয় কর? [ Ans: 11640N ]
ঘ. আয়তাকার ব্লকটির উপর ক্রিয়ারত লব্ধি ঊর্ধ্বমুখী বল বিকার হতে উপচে পড়া পানির ওজনের সমান! গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।
৫. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্রে একটি পানিপূর্ণ সিলিন্ডার প্রাকৃতিক দেখানো হয়েছে। যার উচ্চতা ও ব্যাস যথাক্রমে 10 m 6 m। ট্যাংকের pipe তিনটি চাবি দ্বারা বন্ধ করে রাখা হয়েছে।
গ. প্যান্টির ভিতরে কার পানির ভর নির্ণয় কর। [ Ans: 282744kg ]
ঘ. চিত্রে (ii) নং ও (iii) নং অবস্থানে চাপের পরিমাণ নির্ণয় করে দেখাও যে, গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপও বৃদ্ধি পায়।
৬. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উপরের চিত্রে একটি পানির পাত্রে বরফ খন্ডটির 1/12 অংশ পানির উপরে এবং11/12 অংশ পানির নিচে আছে। উল্লেখ্য, বরফের ঘনত্ব 917kg/।
গ. বরফ খন্ডটির আয়তন নির্ণয় কর। [ Ans: 5.45 x ]
ঘ. বরফখণ্ড টি সম্পূর্ণ গলে গেলে পানির উপরিতলের উচ্চতায় কোন পরিবর্তন ঘটবে কি না- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
৭. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. উদ্দীপকের চিত্রটি যে নীতিকে সমর্থন করে তা ব্যাখ্যা দাও।
ঘ. ছোট পিস্টনের উপর যথাক্রমে 15N, 30N, 60N বল প্রযুক্ত হলে ও এর গ্রাফ অংকন করে মতামত দাও।
৮. একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 c একে পানির মধ্যে ডুবানো হল। পানির ঘনত্ব 1000kg/। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5cm ব্লকের উচ্চতা 2cm।
গ. ব্লকের উপরের পৃষ্টে পানির চাপ নিণয় কর। [ Ans: 490 Pa ]
ঘ. প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা বিশ্লেষণ কর
অধ্যায় – সপ্তম (তরঙ্গ ও শব্দ)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. রাফসান দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে। পরের দিন তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। সেখানে রাত ২টা পর্যন্ত। জোরে জোরে গান বাজালো। উচ্চ শব্দের জন্য তার পড়াশুনার দারুণ ব্যাঘাত ঘটলো। তার বাবা উচ্চ রক্তচাপের রোগী। তারও অসুবিধা হলো।
গ. রাফসানের বাবার কী অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব লেখ ।
ঘ. রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?
২. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলালোর উত্তর দাও:
A ও B এর মধ্যবর্তী দূরত্ব 25cm
গ. A ও B কাটার পর্যায়কালের পার্থক্য নির্ণয় কর। [Ans: 3540s ]
ঘ. কোন বস্তু C থেকে 0.2 m সমবেগে যাত্রা শুরু করে 10s সময়ের শুনতে মধ্যে আবার C তে ফিরে আসা সম্ভব কি না- গাণিতিকভাবে দেখাও। [Ans: t= 0.428s ] [Ans: =7.854s & d=0.2m, সম্ভব ]
৩। সময়ের সাথে একটি তরঙ্গের সাম্যাবস্থান থেকে সরণ নিম্নরুপে পরিবর্তিত হয়:
গ. 300s এ তরঙ্গটির কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে ? [Ans: 150000 টি ]
ঘ. যদি তরঙ্গটির বিস্তার একই, রেখে কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তরঙ্গটির চিত্র আঁকি এবং এর পর্যয়কালের কী পরিবর্তন হল। বিশ্লেষণ কর। [Ans: অর্ধেক হবে ]
৪. কম্পাঙ্ক ও পর্যায়কালকে যথাক্রমে, f ও T দ্বারা প্রকাশ করা হয়। এ দুটি রাশির মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান। কোন নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটিয বস্তু-Aমাধ্যমে 20cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160 m বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240 m বেগের তরঙ্গ উৎপন্ন করে।
গ. B মাধ্যমে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর । [Ans: 0.3m]
ঘ. A মাধ্যম যে সময়ে তরঙ্গটি 320m অগ্রসর হবে সেই সময়ে B মাধ্যমে তরঙ্গটি কতগুলো পূর্ণস্পন্দন দিবে বিশ্লেষণ কর। [Ans: 1600 টি ]
৫. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও
P ও Q মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2m।
গ. শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর । [Ans: 200Hz ]
ঘ. P ও Q মাধ্যমে শব্দটির 20 টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে- গাণিতিকভাবে দেখাও। [Ans: P-30m, Q-34m ]
৬. বিদ্যুৎ চমক দেখার 4s পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। এর ঠিক 0.5s পর পানির নিচে অবস্থিত একজন ডুবুরি বজ্রের শব্দ শুনতে পায়। বায়ুর গড় তাপমাত্রা 30°C। পানিতে শব্দের দ্রুতি 1460 m
গ. উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর। [Ans: 350 m
ঘ. শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি ও ডুবুরির দূরত্ব কত বিশ্লেষণ কর । [Ans: ব্যক্তি 1400m, ডুবুরি- 2130m ]
৭. চিত্রের কূপটির পাড়ে একটি শব্দ করার কিছুক্ষণ পর তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়।
গ. বায়ুর তাপমাত্রা 30°C হলে কূপের পাড়ে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে ? [ Ans: 0.428s]
ঘ. পানির উচ্চতা 60 মিটার বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে কি না । | গাণিতিকভাবে দেখাও। [Ans: t=0.09s, প্রতিধ্বনি শোনা যাবে না ]
৮. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. প্রদত্ত চিত্রে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা- যুক্তিসহ প্রমাণ দাও।
ঘ. যদি হ্রাস বৃদ্ধি পায় তাহলে উহার উপর কী শর্ত আরোপ করলে সর্বদাই প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে ? [Ans: h 13.4m
পদার্থ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসম্ভার
অষ্টম অধ্যায় ( সৃজনশীল )
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
১নং দর্পণ ২নং দর্পণ
গ. চিত্র এঁকে দর্পণ থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় কর।
[Ans: দর্পন হতে 1m দূরে]
ঘ. প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ১ এবং ২ নম্বর দর্পণের তুলনা কর ।
২. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
20cm দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হল।
গ. A ও F এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। [Ans: 0.1m]
ঘ. উদ্দীপকের লক্ষ্যবস্তুর জন্যে চিত্রটি সম্পূর্ণ করে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি বিশ্লেষণ কর।
৩. নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
দর্পণ | ব্যবহার |
১ নং | নাক,কান,গলা পর্যবেক্ষণ |
২ নং | মোটর গাড়ির হেড লাইটের পরতিফলক হিসেবে |
১ নং দর্পণটির সামনে 20cm দূরে বস্তু রাখলে বিম্ব অসীমগুণ বিবর্ধিত। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর। [Ans: 40cm]
২ নং দর্পণটি পিছনের যানবাহন ও পথচারী দেখার কাজে ব্যবহৃত হয়এর কারণ বিম্ব চিত্র অঙ্কন করে ব্যাখ্যা কর।
৪. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্রে AO লক্ষ্যবস্তুটিকে MP দর্পনের দিকে নিয়ে আসলে বিষের আকৃতি ও প্রকৃতির পরিবর্তন ঘটে। বিম্বের আকৃতি বোঝা যায় রৈখিক বিবর্ধন থেকে। লক্ষ্যবস্তুটির দৈর্ঘ্য 6cm
গ. উদ্দীপকের দর্পণে তৈরী হওয়া বিম্বের দৈর্ঘ্য 3cm হলে বিম্বের রৈখিক বিবর্ধন কত হবে?
[Ans: 0.5]
ঘ. উদ্দীপকের দর্পণে বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা বড় হওয়া উভয়ই সম্ভব- উপযুক্ত চিত্রের সাহায্যে আলোচনা কর।
৫. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. বিবর্ধন 1.5 হলে B বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় কর। [Ahs:9cm]
ঘ. লক্ষ্যবস্তুকে A বিন্দু থেকে C বিন্দুতে নিয়ে গেলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতির পরিবর্তন কীরূপ হবে চিত্রসহ ব্যাখ্যা কর।
৬. চিত্রে তিন ধরনের দর্পণ দেখানো হল:
গ. Cদর্পণ যে গোলকের অংশ তার ব্যাস10cm হলে ফোকাস দূরত্ব কত
[Ans: 2.5cm]
ঘ. a, b, c দুর্পনের সামনে 160cm লম্বা ব্যক্তি তার বিশ্ব কিরুপ দেখবে? বিশ্লেষণ কর।
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় কর। [Ans: 30°]
ঘ. PQ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা কর।
৮. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
চিত্রে, MP একটি অবতল দর্পণ, P দর্পণের মেরু, F প্রধান ফোকাস ও C বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষের উপর লম্বভাবে AB একটি বিস্তৃত লক্ষ্যবস্তু।
গ. AB লক্ষ্যবস্তুর বিম্ব গঠন রশ্মি চিত্র এর্কে ব্যাখ্যা কর।
ঘ. লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে এর প্রতিবিম্বের বিবর্ধন 1 পাওয়া সম্ভব কী? রশ্মি চিত্রসহ যুক্তি স্থাপন কর।
অধ্যায় – দশম (স্থির তড়িৎ)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১। রিয়া চুল আচড়ানোর পর দেখতে পেল তার চিরুনী ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছে। সীমা বলল চিরুনীটি ধনাত্মকভাবে আহিত হয়েছে,যার জন্য এটা ঘটছে। রিমার বক্তব্য চিরুনীটি ঋণাত্মক আধানে মত হয়েছে। বিষয়টির সুরাহার জন্য দু’জন তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষনাগারে পেল। তিনি সব গুনে তাদেরকে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনীর আধানের প্রকতি নির্ণয় করতে বললেন।
গ. চিরুনীটি আহিত হওয়ার কারণ বর্ননা কর ।
ঘ যন্ত্রটির সাহায্যে কীভাবে চিরুনীটির আধানের প্রকৃতি নির্ণয় করা যাবে ব্যাখ্যা কর।
২. চিত্রগুলো দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. ‘ক’ চিত্রে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় কর। [Ans: E = 1.5 N]
ঘ, চিত্র ‘ক’ অপেক্ষা চিত্র ‘খ’ এ অনুভূত বলের পরিবর্তন বিশ্লেষণ কর।
৩. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. চার্জদ্বয়ের মধ্যবর্তী বলের পরিমাণ কত? [Ans: 9x N]
ঘ. চার্জদ্বয়ের মাঝখানে q চার্জ স্থাপন করায় চার্জটির উপর ক্রিয়াশীল, লব্ধি বল শূণ্য হলে চার্জটির অবস্থান কত দূরে হরে- গাণিতিকভাবে দেখাও। [Ans: বা হতে 0.25cm দূরে]
৪. চিত্রে একই উপাদানের এবং একই আকারের তিনটি ধাতব গোলক দেকানো হল। A, B, C গোলক তিনটি একই সরলরেখায় অবস্থিত এবং AB= 2cm.. BC= 2m।
12 x C চার্জ নিরপেক্ষ -6 x C
গ. A এবং C গোলকদ্বয়ের মধ্যকার ক্রিয়াশীল বল কত?
[Ans: 0.15881, আকর্ষণধর্মী]
(ঘ) A, B, C গোলক তিনটিকে কিছুক্ষণের জন্য স্পর্শ করিয়ে আগের
অবস্থানে রেখে A ও B এর মধ্যে এবং A ও C এর মধ্যে ক্রিয়াশীল বলের তুলনা কর। [Ans:= 9xN, = 8.82xN]
৫. +90C এবং -10C মানের দুটি চার্জ পরস্পর থেকে 20cm দূরে স্থাপন করা আছে। এর ফলে চার্জদ্বয়ের মধ্যে বল ক্রিয়া করছে, যা কুলম্বের মূত্র দ্বারা বের করা হয়।
গ চার্জ দু’টির মধ্যে ক্রিয়াশীল বলের মান বের কর [Ans: 2.025xN, আকর্ষণধর্মী]
(ঘ) চার্জ দুটোর সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা শূন্য হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় ক [Ans: -10C চার্জ হতে 0.1m দূরে]
৬. একটি বস্তুকে = 2xN এর তড়িৎক্ষেত্রে স্থাপন করলে দেখা গেল এটি 10N বল লাভ করে। এবার এমন একটি পরিস্থিতি বিবেচনা করা যাক যেখানে = 2 এর একটি উর্ধ্বমুখে ক্রিয়াশীল তড়িৎক্ষেত্রে 1x kg ভরের একটি আহিত পানির কণাকে ভূ-পৃষ্ঠের কাছাকাছি। শূন্যে স্থির রাখতে পারে ।
গ. প্রথম বস্তুতে আধানের পরিমাণ কত তা নির্ণয় কর। [Ans: 5x C]
ঘ. পানির কণার আধান কত গাণিতিকভাবে বিশ্লেষণ কর
[Ans: 2.45xC]
৭. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উপরের চিত্রে শূন্য বিভবের কোনো স্থান থেকে A এবং B বস্তুতে 1C ধনাত্মক আধান আনতে যথাক্রমে 100J এবং 10J কাজ করতে হয়।
গ. A ও B এর মধ্যবর্তী বলের মান নির্ণয় কর। [Ans: 2.25xN]
ঘ. A ও B কে পরিবাহী তার দ্বারা যুক্ত করে ইলেকট্রন প্রবাহের দিক ব্যাখ্যা কর। [Ans: B হতে A এর দিকে]
৮. A ও B সম আয়তনের এবং একই উপাদানের তৈরি দুটি আহিত বস্তু যাদের আধান যথাক্রমে 50C ও 360 এবং উহারা পরস্পরকে 4.5xN বলে বিকর্ষণ করে।
গ. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। [Ans: 6m]
ঘ. A ও B বস্তু দুটিকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে বিকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে কী? গাণিতিক ভাবে বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। [Ans: 4.6225xN]
সকল বিষয়য়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন
Conclusion
This exclusive SSC exam Suggestion 2024 by our expert teachers. You need not run another place for collecting suggestion. Take preparation according to our suggestion. Thank you so much for reading this post. Best of luck.
SSC Physics Suggestion 2024
ssc suggestion 2024 pdf, ssc suggestion 2024 English, ssc suggestion 2024 all subject, ssc physics suggestion 2024 pdf, ssc chemistry suggestion 2024, ssc biology suggestion 2024, ssc test paper 2024 pdf download, ssc suggestion 2019 pdf
Our recent post: HSC Suggestion 2024 & PSC Suggestion 2024