(See) স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

আমরা আজকে আমাদের এই পোস্টে আলোচনা করব স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব নিয়ে। কেন আমাদের জীবনে বই পড়া খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে এই পোস্টের সাথে থাকুন।

বই আমাদেরকে স্বশিক্ষিত করে তোলে এবং আমাদের জীবন তথা সমাজ জীবনকে উন্নত করে। বই পড়ার মাধ্যমে মানুষ দেশ-বিদেশের বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারে।

এছাড়াও ভালো বই পড়ার মাধ্যমে মানুষ অন্ধকার ও কুসংস্কার থেকে দূরে সরে এসে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা করতে পারে। বই মানুষের মেধা এবং চিন্তাধারাকে প্রসারিত করে।

বিচিত্র ধরনের বই পড়ে নিজেকে বিচিত্রভাবে চেনা যায়। একটি ভালো বই পড়ার মাধ্যমে মানুষ সর্বকালের সকল মহৎ মানুষের সংস্পর্শে আসতে পারে। আর এর জন্য আমাদেরকে বেশি বেশি করে বই পড়া উচিত।

বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। যত বেশি বই পড়া যায় ততই জ্ঞান অর্জন করা যায়। তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো বই পড়তে হবে। ভালো বই পড়তে চাইলে লাইব্রেরীর বিকল্প অপারীসিম। লাইব্রেরীতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।

সেই সকল বইগুলো যদি পড়া হয় তাহলে আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানা যাবে। এছাড়াও বিভিন্ন বই পড়ার মাধ্যমে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক পরিবেশ সম্পর্কেও জানা যায়।

বই মানুষের মনকে প্রশান্ত করে এবং একজন ব্যক্তিকে মানুষের মত মানুষ করে তোলে। আমরা যদি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় বই পড়ি তাহলে আমাদের ঝুড়িতে নতুন নতুন অনেক শব্দের সংখ্যা ও বৃদ্ধি পাবে।

আমরা বই পড়ার মাধ্যমে বিশ্বের সকল জ্ঞানীগুনী মানুষের শিক্ষাকে আমাদের নিজেদের করে নিতে পারব। এছাড়াও বই পড়ার অভ্যাস আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করে। নৈতিকতা ও মূল্যবোধ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম।

বই পড়ার গুরুত্ব নিয়ে অনেক মনীষীরায বিভিন্ন ধরনের উক্তি দিয়েছেন। আর আমরা আপনাদেরকে কতগুলো উক্তি সম্পর্কে জানাবো। যেমন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই পড়ার গুরুত্ব নিয়ে বলেছেন -বই পড়ার যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,

See: স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

তার জীবনের দুঃখ কষ্ট অনেকটা কমে যায়। ফিনোজা বই পড়ার গুরুত্ব নিয়ে যে উক্তি দিয়েছেন সেটি হচ্ছে- ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। টুপার বলেন, একটি ভালো বই হল বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।

জনাথন সুইফট বলেন, বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। জেমস রাসেল বলেন, বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। সিডনি স্মিথ বলেন, গৃহের কোন আসবাবপত্র বইয়ের মত সুন্দর নয়।

অনেকেই আছেন যারা বই পড়ার অভ্যাস নিয়ে বিভিন্ন ধরনের রচনা পড়তে চান। যার জন্য অনেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন। আর এই সকল পাঠকদের জন্য আমরা

আমাদের ওয়েবসাইটের অন্যান্য কতগুলো পোস্টে বই পড়ার অভ্যাস নিয়ে কতগুলো রচনা প্রকাশ করেছি। আপনারা যদি রচনাগুলো পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্য সকল পোস্টগুলো দেখতে পারেন।

Stay active and updated with the AllEducationResult.Com family to get all the information about Education and Job. Like our Facebook page to get all the updates and join our Facebook group.