পিএসজি এর পূর্ণরূপ হচ্ছে Paris Saint-Germain। যার বাংলায় রূপ হচ্ছে পারি সাঁ জেরমাঁ ফুটবল ক্লাব। এটি হচ্ছে ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ফুটবল ক্লাবে বহু বিদেশী নামিদামি খেলোয়াররা খেলে থাকেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেসি, নেইমার, রামোস, নাভাস, হাকিমি ইত্যাদি। এরকম আরো অনেক আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন খেলোয়াররা এই দলে খেলে থাকেন। আজকে আমরা এই পোস্টে পিএসজি এর
২০২৪ সালের খেলার সময়সূচি নিয়ে আলোচনা করব। আপনি যদি ২০২৪ সালের পিএসজি এর খেলার সময়সূচি নিয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
তাছাড়া আপনি যদি ইউরোপের অন্যান্য ক্লাবের খেলার সময়সূচি নিয়ে জানতে আগ্রহী থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন। আমাদের ওয়েবসাইটে অন্যান্য দলের খেলার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
নিয়মিত খেলাধুলা না করলে খেলোয়াররা ফিট থাকতে পারবেন না। সেজন্য প্রত্যেকটি ক্লাবই চেষ্টা করে প্রতিনিয়তই খেলার মধ্যেই খেলোয়ারদের রাখার জন্য। যার জন্য বছরের প্রতি মাসেই খেলা থেকে থাকে। পিএসজি ক্লাবও তার ব্যতিক্রম নয়।
এপ্রিল মাসের 2 তারিখে অর্থাৎ রবিবারে Lyon vs PSG খেলা রয়েছে। এপ্রিলের 9 তারিখে PSG vs Nice এর একটি খেলা রয়েছে। Lens vs PSG এর খেলা রয়েছে 16 ই এপ্রিল। Angers vs PSG এর একটি খেলা রয়েছে 23 এপ্রিল।
এপ্রিল মাসে সর্বশেষ আরেকটি খেলা রয়েছে পিএসজির। আর সেই খেলাটি হচ্ছে এপ্রিলের 30 তারিখে Lorient vs PSG এর। উক্ত তারিখগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য।
আপনারা চাইলে এই খেলাগুলো Jio TV channel এবং Sports 18 HD channel এ দেখতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে পিএসজির এই খেলাগুলো পিএসজি এর অফিসিয়াল এপস এ দেখতে পারবেন।
এপ্রিল মাসের মতো মে মাসে এবং জুন মাসেও পিএসজির বেশ কয়েকটি খেলা রয়েছে। সেই খেলাগুলোর তারিখ জানতে হলে এই পোস্টের বাকি অংশটুকো আপনাকে অবশ্যই পড়তে হবে। Troyes vs PSG এর খেলা রয়েছে মে মাসের 7 তারিখে।
See: পিএসজি খেলার সময় সূচি ২০২৪
এর 7 দিন পরেই Ajaccio vs PSG এর খেলা রয়েছে 14ই মে। আবার 7 দিন পরেই পিএসজি এর আরেকটি খেলা রয়েছে। সেই খেলাটি হবে Auxerre vs PSG এর। সেই খেলাটি হবে 21 মে।
Strasbourg vs PSG এর খেলা রয়েছে 27 ই মে। এই খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী শনিবারে। এর সাথে সাথে মে মাসের পিএসজি এর খেলা শেষ হয়ে যাবে। অপরমাসে অর্থাৎ জুন মাসের 3 তারিখে পিএসজি এর একটি খেলা রয়েছে।
সেই খেলাটি অনুষ্ঠিত হবে PSG vs Clermont Foot এর মধ্যকার। এই খেলাগুলো আপনারা চাইলে ২ টি টিভি চ্যানেলে দেখতে পারবেন। সেই টিভি চ্যানেলগুলোর নাম উপরে উল্লেখ করা হয়েছে। আমাদের এই পোস্টে পিএসজি
এর খেলার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত সময়সূচিগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য। পিএসজি ছাড়াও অন্যান্য ইউরোপিও ক্লাবগুলোর খেলার সময়সূচিও আামাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন।